উত্তরখণ্ডে তুষার ধসে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে সরকারি সূত্রে দাবি। মৃতরা প্রত্যেকেই একটি শিক্ষা প্রতিষ্ঠানের সদস্য বলেই জানা গিয়েছে। মঙ্গলবার উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের এই তুষারধস হয়।
এই ঘটনায় মোট ২৯ জন আটকে পড়ে। এখনও পর্যন্ত তাঁদের মধ্যে থেকে আট জনকে উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, স্থানীয় একটি ট্রেকিং স্কুল থেকে মোট ৩৯ জন ডান্ডা-টু পর্বতে ট্রেক করতে গিয়েছিলেন। তাঁদের মধ্যে ৩৩ জন শিক্ষানবীশ।
সমতল থেকে প্রায় পাঁচ হাজারের বেশি উচু দ্রৌপদী কা ডান্ডা নামের এই পর্বত। রাত পর্যন্ত যা খবর তাতে একযোগে তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা এবং জাতীয় ও রাজ্য় স্তরের বিপর্যয় মোকাবিলা দল।