রবিবার সকাল থেকে পাঞ্জাবে (Punjab) বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে। একদফায় ভোটগ্রহণ হবে এই রাজ্যে চার প্রধান প্রতিপক্ষ কংগ্রেস, আম আদমি পার্টি, শিরোমনি অকালি দল এবং বিজেপি ও অমরিন্দর সিংয়ের দলের নতুন জোট।
উত্তরপ্রদেশেও (Uttar Pradesh) শুরু হয়ে গিয়েছে বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ। আজই ভোটগ্রহণ বহুচর্চিত হাথরসে।
উত্তরপ্রদেশে (UP Election) এবার সাত দফায় বিধানসভা নির্বাচন হচ্ছে। তৃতীয় দফায় ১৬টি জেলার প্রায় ৫৯টি আসনে ভোট হবে রবিবার। অন্যদিকে পঞ্জাবের ১১৭টি বিধানসভা আসনের জন্য ১৩০৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রবিবার ভোট দিতে চলেছেন পঞ্জাবের ২,১২,৭৫,০৬৬ জন ভোটার।
আরও পড়ুন: Fire in Train in Bihar: চোখের সামনে দাউ দাউ করে জ্বলে উঠল কামরা, বিহারের মধুবনী স্টেশনে ছড়াল আতঙ্ক
উত্তরপ্রদেশে এদিন তৃতীয় দফায় যে জেলাগুলিতে ভোটগ্রহণ হবে সেই তালিকায় রয়েছে হাথরস, ফিরোজাবাদ, ইটাও, কাসগঞ্জ, ময়নপুরি, ফারুখাবাদ, কনৌজ, ইটাওয়া, ওউরিয়া, কানপুর দেহাত, কানপুর নগর, জালাউন, ঝাঁসি, ললিতপুর, হামিরপুর ও মাহোবা।
সকাল ৭টা থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ। পাঞ্জাবে দেশের সবচেয়ে বয়স্ক প্রার্থী ৯৪ বছরের প্রকাশ সিং বাদল এবারে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন।