আইমিম (AlMIM) প্রধান তথা লোকসভার সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির (Asaduddin Owaisi) গাড়িতে গুলিচাকনার অভিযোগ উঠল। উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন ওয়েইসি৷ সেখানে ছাযারসি টোল প্লাজার (Chhajarsi toll plaza) কাছে তাঁর গাড়িতে তিন চার রাউন্ড গুলি ছোড়া হয় (3-4 rounds of bullets were fired) বলে দাবি মিম (AIMIM) প্রধানের।
উত্তরপ্রদেশের মীরটের কিঠৌরে জনসভা করার পথে দিল্লি পথে ফেরার সময় ছাযারসি টোল প্লাজায় তাঁর গাড়িতে গুলি ছোড়া হয় বলে অভিযোগ আসাদউদ্দিন ওয়েইসির।
গাড়িতে গুলি লাগার ছবি সোশাল মিডিয়াতেও পোস্ট করেছেন আসাদউদ্দিন ওয়েইসি। সংবাদসংস্থা এএনআইকে তিনি জানিয়েছেন, মীরঠের কাছে কিঠৌরে জনসভা সেরে দিল্লি ফেরার পথে ছাযারসি টোল প্লাজার কাছে দু'জন তাঁর গাড়ি লক্ষ করে গুলি ছুড়তে থাকে। মোট ৩-৪ রাউন্ড গুলি ছোড়া হয়। গুলিতে তাঁর গাড়ির চাকা পাংচার হয়ে যায়। ঘটনার কিছুক্ষণ পরে অন্য গাড়িতে ঘটনাস্থল থেকে রওনা হয়ে যান তিনি।