খুন করে ছেলের দেহ বস্তায় ভরে লোপাটের (Crime News) অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের (Uttar Pradesh) আলিগড়ের গোল্ডা থানায় এলাকায়।
২৪ বছর বয়সী ওই মৃত যুবকের নাম রবি। গত দু'দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। যুবকের কাকা থানায় নিখোঁজের ডায়রিও করেন। এরপর শনিবার যুবকের দেহ উদ্ধার হয়। তদন্তে নামে পুলিশ।
তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, যুবকের বাবা জয়প্রকাশ বাড়িতে ছিল না। থানায় ডেকে পাঠানো হলেও সে হাজিরা দেয়নি। সন্দেহ হতে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করতেই খুনের কথা স্বীকার করে নেয় ওই ব্যক্তি।
আরও পড়ুন- দিল্লি-রাজস্থানের পর ঝাড়খন্ড, স্ত্রীকে মেরে ১২ টুকরো করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
ধৃত ব্যক্তির কথায়, মৃত যুবক তাকে এবং তার স্ত্রীকে মারধর করতেন। কারণে অকারণে প্রতিবেশীদের সঙ্গেও অশান্তি চলত। সেই রাগ থেকেই ওই যুবককে খুন করে অভিযুক্ত ব্যক্তি।