কেটে গিয়েছে এক সপ্তাহ । এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি ৪১ জন শ্রমিককে । উত্তর কাশীতে নির্মিয়মাণ সুড়ঙ্গ ধসে যাওয়ায়, গত আটদিন ধরে সেখানেই আটকে রয়েছেন শ্রমিকরা । উদ্ধারের প্রত্যেক চেষ্টাই ব্যর্থ হচ্ছে । ছোট পাইপের মাধ্যমে ধ্বংসস্তূপে পাঠানো হচ্ছে শুকনো খাবার । তবে, এবার ডালিয়া, খিচুড়ির মতো খাবারও দেওয়া হবে শ্রমিকদের । সোমবার ধ্বংসস্তূপের মধ্যে প্রায় ৬ ইঞ্চি পাইপ প্রবেশ করাতে সফল হলেন উদ্ধারকারীরা । জানা গিয়েছে, এই পাইপের মাধ্যমে আরও বেশি খাবার ও প্রয়োজনীয় জিনিস পাঠাতে পারবেন তাঁরা ।
জানা গিয়েছে, এতদিন চার ইঞ্চি পাইপের মধ্যে দিয়ে শুকনো ফল, শুকনো খাবার, ওষুধ পাঠানো হচ্ছিল । এবার ৬ ইঞ্চি পাইপে যাবে খিচুড়ি, রুটির মতো রান্না করা খাবার । জানা গিয়েছে, মোবাইল ফোন ও চার্জারও পাঠানো হচ্ছে । এর সাহায্যে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন উদ্ধারকারীরা ।
৪১ জন শ্রমিককে উদ্ধারের কাজ চলছে জোরকদমে । জানা গিয়েছে, সুড়ঙ্গে দুই জায়গায় ড্রিল করা হবে । ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে । তবে সাবধনতা অবলম্বন করেই সবটা করা হচ্ছে । কারণ, বেশি চাপ লাগলে ধস নামতে পারে ।