সামরিক শক্তিতে বিশ্ব সেরা আমেরিকা । সামরিক শক্তির নিরিখে বিশ্বের কোন দেশ, কোথায় দাঁড়িয়ে আছে, তার তালিকা প্রকাশ করা হয়েছে । ‘গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স’ বা জিএফপি সূচিতে জানানো হয়েছে, সবথেকে শক্তিশালী দেশ আমেরিকা । তারপরেই রয়েছে রাশিয়া । ভারত কত নম্বরে জানেন ?
সামরিক শক্তির সংখ্যাতত্ত্বের হিসেবে ভারত রয়েছে চতুর্থ স্থানে । অন্যদিকে, চিন দখল করেছে তৃতীয় স্থান । উল্লেখ্য, দুই বছর আগে ‘আল্টিমেট মিলিটারি স্ট্রেংথ ইনডেক্স’ বা ‘প্রকৃত সামরিক শক্তি সূচক’ -এও ভারত চতুর্থ স্থানেই ছিল
জানা গিয়েছে, সেনার সংখ্যা, সমরাস্ত্র এবং সামরিক সরঞ্জামের মান ও পরিমাণ, উৎকর্ষ,কৌশলগত অবস্থান এমনকি, সংশ্লিষ্ট দেশের আর্থিক হাল বিশ্লেষণ করে তালিকা তৈরি হয় । তবে, প্রথম দশে জায়গা পায়নি পরমাণু শক্তিধর রাষ্ট্র ফ্লান্স ।