দুর্গাপুজোর মহোৎসবে অংশ নিলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেত্তি। দিল্লির চিত্তরঞ্জন পার্কের একটি পুজোয় গিয়েছিলেন তিনি৷ দেবীমূর্তির সামনে আরতি দেওয়ার পাশাপাশি ধুনুচি নাচেও অংশ নিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। কলকাতা বিরিয়ানি, মাছ, মিষ্টি, ঝালমুড়ি-সহ বাঙালি খাবার খেয়ে মহাখুশি তিনি৷ নিজের এক্স হ্যান্ডেলে এই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন গার্সেত্তি।
মার্কিন রাষ্ট্রদূতকে পুরোদস্তুর বাঙালি কায়দায় বরণ করেন উদ্যোক্তারা। তাঁর কপালে টিকা পরিয়ে দেওয়া হয়। মঞ্চে উঠে শিশুদের সঙ্গে কথা বলেন গার্সেত্তি৷ ছবি তোলেন তাদের সঙ্গে। এরপর দক্ষ নৃত্যশিল্পীদের মতোই মুখে ধুনুচি নিয়ে নাচতে দেখা গেছে তাঁকে।
এক্স হ্যান্ডেলে মার্কিন রাষ্ট্রদূত সকলকে পুজোর শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, 'ইনক্রেডিবল ইন্ডিয়া'র সাংস্কৃতিক বৈচিত্র্য তাঁকে বিস্মিত করেছে। তাঁর এই পোস্ট ইতিমধ্যেই ভাইরাল। দেড় লক্ষাধিক মানুষ সেটি দেখেছেন।