দিল্লির বঙ্গভবনে প্রথমবার উপস্থিত ছিলেন ভারতের মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। তবে, শুধু 'উপস্থিত' হয়েই থেমে থাকেননি তিনি! চুটিয়ে খেলেন বাঙালি খাবার। শুনলেন বাংলার সংস্কৃতির কথা! খেলেন আমপান্না, শুক্তো থেকে শুরু করে লুচি-কষা মাংস, মাছের পাতুরি, আমের চাটনি, মিষ্টি দই, রসগোল্লা, সন্দেশ পর্যন্ত সবকিছুই। আক্ষরিক অর্থেই, যেন, খেলেন দেখলেন জয় করলেন জো বাইডেনের ঘনিষ্ঠ আমেরিকার ডেমোক্র্যাটিক পার্টির প্রথম সারির এই নেতা। তাঁর জন্য দিল্লির বঙ্গভবনে সমস্ত রান্না করেছিলেন সমর মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন মিডিয়া উপদেষ্টা রাজা ভট্টাচার্যও।
বাঙালি খাবার খেয়ে এতটাই মুগ্ধ এবং তৃপ্ত হয়েছেন এই মার্কিন রাষ্ট্রদূত, যে, নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও শেয়ার করেছেন সেই মুহূর্তের ভিডিয়ো। রবীন্দ্রনাথ থেকে সত্য়জিৎ রায়- বাঙালির আইকনদের নিয়ে স্বচ্ছন্দে হাসিমুখে আলোচনা করলেন বঙ্গসংস্কৃতি নিয়ে স্পষ্টতই উৎসাহ এরিক। আলোচনা করলেন ইস্টবেঙ্গল-মোহনবাগান নিয়েও।