ইতিহাসে ৫ ফেব্রুয়ারি। ফিরে তাকালে বোঝা যায়, ভারতের মহাকাশ-অভিযান থেকে শুরু করে বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ একটি তারিখ- নানাভাবেই দেখা যায় দিনটিকে।
২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি সুনিতা উইলিয়ামস প্রথম মহিলা মহাকাশচারী হিসাবে মহাকাশে দীর্ঘতম থাকার জন্য একটি বিশ্ব রেকর্ড তৈরি করেছিলেন। সুনিতা উইলিয়ামস ভারত ও বিশ্বের এক উজ্জ্বল নক্ষত্র। কল্পনা চাওলার পর তিনি ভারতীয় বংশোদ্ভূত দ্বিতীয় মহিলা যিনি মহাকাশে যান।
৫ ফেব্রুয়ারি দিনটির সঙ্গে যুক্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম। ১৯৮৫ সালের ৫ ফেব্রুয়ারি পর্তুগালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্ম। চার ভাইবোনের মধ্যে সর্বকনিষ্ঠ রোনাল্ডো ৮ বছর বয়সে স্থানীয় দলের হয়ে ফুটবল খেলা শুরু করেন এবং ভাল পারফর্ম করার পর বিশ্ব অনূর্ধ্ব-১৭ দলের সদস্য হন।
১৯৯২ সালের এই দিনে নেইমার জুনিয়র ব্রাজিলের একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই ফুটবল শিখছেন নেইমার, ১১ বছর বয়সে ব্রাজিলের বিখ্যাত এফসি স্যান্টোস ক্লাবে যোগ দেন এবং আর ফিরে তাকাতে হয়নি।
১৯৫৩ সালের এই দিনে ব্রিটেনে মিষ্টি বিতরণের ওপর থেকে বিশেষ নিয়ন্ত্রণ উঠে গিয়েছিল। পেটভরে মিষ্টি খেয়েছিল তৎকালীন ব্রিটিশ শিশুরা।