রামমন্দিরের উদ্বোধনের দিন আগামী ২২ জানুয়ারি, এই উপলক্ষে গোটা দেশেই প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে। এবার নজিরবিহীন ঘোষণা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (NSE)। জানানো হয়েছে, সপ্তাহের প্রথম দিন সোমবারেই বন্ধ থাকবে শেয়ার বাজার, বদলে শনিবার খোলা থাকবে।
শেষ কবে শনিবার শেয়ার মার্কেট শনিবার খুলেছে তা মনে পড়ার কথা নয়, আবার সোমবার মার্কেট বন্ধও সচরাচর হয় না। শনিবার সকাল ৯টা থেকে সাড়ে তিনটে অবধি মার্কেট খোলা থাকবে।
ইক্যুইটি এবং ডেরিভেটিভস বাজারের জন্য ২২ জানুয়ারী ঘোষিত ছুটির কথা বিবেচনা করে বিনিয়োগকারীদের এবং বাজারের অংশগ্রহণকারীদের সেই অনুযায়ী তাদের কার্যক্রম পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে ।