খুনের হুমকি দিয়ে ফোন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গড়কড়ির দফতরে। ফোন আসে ল্যান্ডলাইনে। নাগপুর পুলিশের কাছে এই ব্যাপারে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে কোনও অজ্ঞাত পরিচিত দুবার ফোন করে মন্ত্রীকে খুনের হুমকি দিয়েছে।
Air India Incident: অভিযুক্ত শঙ্কর মিশ্রর দাবির বিরুদ্ধে ফুঁসে উঠলেন অভিযোগকারী মহিলা
শুক্রবার, প্রথম ফোনটি এসেছিল বেলা ১১.৩০ টা নাগাদ। ফোনে হুমকি দেওয়া হয়েছিল, বোমা মেরে দফতর উড়িয়ে দেওয়ার। ১০ মিনিট পর ফের ফোন করে ওই একই হুমকি দেওয়া হয়৷ ভয়ে কাঁটা নীতিনের অফিসের কর্মীরা। ভয়ে কাঁটা নীতিনের অফিসের কর্মীরা।