মধ্যপ্রদেশে ভোট প্রচারে গিয়ে দুর্ঘটনার কবলে কেন্দ্রীয়মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল। মঙ্গলবার ছিন্দওয়াড়ায় একটি বাইকে বাঁচাতে গিয়ে অন্য একটি গাড়িকে ধাক্কা মারে মন্ত্রীর গাড়ি। এই ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। আহত আরও পাঁচ। তবে মন্ত্রীর চোট সামান্য বলেই জানা গিয়েছে।
জানা গিয়েছে, এদিন বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার করছিলেন কেন্দ্রীয়মন্ত্রী। সেখানে একটি রোড শো চলছিল। পুলিশ জানিয়েছে, ওই সময় উল্টোদিক থেকে একটা বাইক ঢুকে পরে ওই রাস্তাতে। সেই বাইককে বাঁচাতে নিয়ন্ত্রণ হারায় মন্ত্রীর গাড়ি। চালক কোনওক্রমে ব্রেক কষে ওই বাইকের সঙ্গে সংঘর্ষ এড়ালেও কনভয়ে থাকা অন্য একটি গাড়ি ধাক্কা মারে মন্ত্রীর গাড়িতে।
কী ভাবে কেন্দ্রীয় মন্ত্রীর রোড শোয়ের মধ্যে ঢুকে পড়ল ওই বাইক। এই প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে মধ্যপ্রদেশ পুলিশ। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।