এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হতে চলেছে গুজরাত। এই প্রথম নিজে দাঁড়িয়ে থেকে ১২ হাজার কেজি মাদক ধ্বংস করাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার এই ব্যাপারে তাঁর গান্ধিনগরে বৈঠক করার কথা। বিভিন্ন সময়ে হানা দিয়ে এই ১২ হাজার কেজি মাদক বাজেয়াপ্ত করেছিল এনসিবি।
সরকারি সূত্রে খবর, এই ১২ হাজার কেজি মাদকের বাজার দর আনুমানিক ৬৩২ কোটি টাকার বেশি। ভারতের স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে এনসিবির তরফে দেশ জুড়ে ৭৫ দিনে ৭৫ হাজার কেজি মাদক ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংস্থার সেই উদ্যোগের অংশ হিসাবেই বুধবার গুজরাতে ১২ হাজার কেজি মাদক ধ্বংস করা হবে।
গত জুলাই মাসে চণ্ডীগড়েও ৩১ হাজার কেজি মাদক নিজে দাঁড়িয়ে ধ্বংস করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুয়াহাটিতে ধ্বংস হয়েছিল আরও ৪০ হাজার কেজি। ফলে বুধবার গুজরাতেই ৭৫ হাজার কেজি মাদক ধ্বংসের লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে। সেই হিসাবে ৭৫ দিন নয়, মাত্র ৬০ দিনেই লক্ষ্যপূরণ করল এনসিবি।