দিল্লিতে প্রতিবাদী কুস্তিগীরদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার রাতে কুস্তিগীরদের সঙ্গে বৈঠকে বসেছিলেন শাহ। প্রতিবাদীদের অভিযোগের ভিত্তিতে কুস্তির কর্তা ব্রিজভূষণ সিং শরণের বিরুদ্ধে তদন্ত শুরু করছে দিল্লি পুলিশ। সেই তদন্ত দ্রুত শেষ করে ব্রিজভূষণকে গ্রেফাতরির দাবিই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়ে এসেছেন সাক্ষী মালিকরা। সূত্রের খবর, কুস্তিগীরদের অভিযোগ মন দিয়ে শুনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আইন আইনের পথেই চলবে।
ইতিমধ্যেই এই ইস্যুতে মুখ খুলছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর প্রতিবাদীদের আশ্বাস দিয়েছেন, স্বচ্ছ তদন্ত করা হবে। তবে এই ব্যাপারে প্রতিবাদীদের সংযত থাকতেও অনুরোধ করেছিলেন তিনি। তবে এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুস্তিগীরদের বৈঠককে যথেষ্ঠ গুরুত্বপূর্ণ বলেই দাবি ওয়াকিবহাল মহলের।
কারণ, গত কয়েকদিন আগেই দিল্লি পুলিশ দাবি করেছিল, ব্রিজভূষণের বিরুদ্ধে তাদের হাতে এমন কোনও প্রমাণ নেই, যা দিয়ে কুস্তির কর্তাকে গ্রেফতার করা সম্ভব।