বিকশিত ভারত। লোকসভা ভোটের আগে দেশবাসীকে এই স্বপ্নই দেখাল মোদী সরকার। বৃহস্পতিবার সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, ২০৪৭ সালকে মাথায় রেখেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বাধীনতার ১০০ বছরের মধ্যে বিশ্ব দেখবে বিকশিত ভারতকে।
নিজের বাজেট ভাষণে এদিন নির্মলার জানিয়েছেন, গত ১০ বছরে ২৫ কোটি মানুষ সুবিধা পেয়েছে। সরাসরি অ্যাকাউন্টে জমা পড়েছে ৩৪ লক্ষ কোটি টাকা। পাশাপাশি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রচুর বাড়ি দেওয়া হয়েছে গ্রামাঞ্চলে। অনেক ক্ষেত্রেই যার মালিক মহিলারা। ফলে তাঁদের আত্মসম্মান বেড়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, এখন এক বাজার এক কর ব্যবস্থায় অর্থনীতি এগোচ্ছে। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক আগের তুলনায় কমছে।
লোকসভা ভোটের আগে নিজের বাজেট ভাষণে প্রত্যাশিত ভাবে চারটি বিষয়ে জোর দিয়েছেন সীতারমণ। প্রধানমন্ত্রীর কথা মতোই গরিব, যুব, মহিলা এবং অন্নদাতাদের উন্নয়নে বিশেষ জোর দেওয়ার কথা বললেন অর্থমন্ত্রী। তাদের উন্নতিতেই দেশের উন্নতি।