সংসদে নির্মলার নবরত্ন বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসাবে রেকর্ড সপ্তমবার বাজেট পেশ করতে গিয়ে আগামী অর্থবর্ষে ভারতীয় অর্থনীতিকে মজবুত করতে পূর্বের প্রতি বিশেষ জোর দিলেন তিনি। বিশেষ প্যাকেজের ঘোষণা করা হল বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য। রাজনৈতিক মহলের মতে, এই দুটি রাজ্যের উপরেই কার্যত দাঁড়িয়ে রয়েছে মোদী সরকারের ভিত। তাই কৃষি, শিক্ষা, নারী কল্যাণে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি সংসদে বাজেট পেশে নির্মলার ঘোষণা, এই বাজেট দেশের মানুষের জীবনযাপনকে উন্নয়ন করার জন্য।
২৯২ আসন জিতে এবার সরকার তৈরি করেছে NDA। তাই তৃতীয় মোদী সরকারের বাজেট পেশ করার ক্ষেত্রে অনেকগুলি চ্যালেঞ্জ ছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সামনে। রাজনৈতিক মহলদের দাবি, সেই চ্যালেঞ্জ সামলাতে গিয়ে দুই শরিক তেলগু দেশম পার্টি এবং সংযুক্ত জনতা দল শাসিত দুই রাজ্য অন্ধ্রপ্রদেশ এবং বিহারের উপর নিজের বাজেটের ঝাঁপি উলটে দিলেন সীতারামন।
বিহারের বিভিন্ন সড়ক প্রকল্পের জন্য ২৬ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা অর্থমন্ত্রীর। বিশেষ আর্থিক সহায়তা অন্ধ্রপ্রদেশকে। চলতি অর্থবর্ষে অতিরিক্ত ১৫ হাজার কোটি টাকা পাবে অন্ধ্র। মূলত অমরাবতীতে নতুন রাজধানী নির্মাণের জন্য এই টাকা দেওয়া হচ্ছে বলে জানান নির্মলা।
কেন্দ্রীয় বাজেটে অগ্রাধিকার দেওয়া হয়েছে লুক ইস্ট নীতির উপরেও। সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশের পূর্ব দিকের চার রাজ্য পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধপ্রদেশ এবং বিহারের উন্নয়নে বিশেষ নজর দিচ্ছে কেন্দ্র। তৈরি হবে কলকাতা-অমৃতসর বাণিজ্য সড়ক।
প্রথম যাঁরা কাজের বাজারে আসছেন, প্রভিডেন্ট ফান্ডে তাঁদের এক মাসের বেতন দেওয়া হবে। ছোট সংস্থাগুলির কর্মীদের প্রভিডেন্ট ফান্ডে ভর্তুকি দেওয়া হবে। প্রথম যাঁরা কাজে ঢুকছেন, তাঁদের প্রভিডেন্ট ফান্ডে এক মাসের বেতন দেওয়া হবে। বাজেটে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।
এদিন বাজেটের শুরুতেই দেশের আর্থিক বৃদ্ধি স্থিতিশীল বলেই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কৃষিতেই শক্তির কথা জানিয়েছেন তিনি। সেই কারণে কৃষি গবেষণায় বাড়ানো হয়েছে বরাদ্দ।