প্যান-আধার কার্ড সংযুক্তি নিয়ে কেন্দ্রের নয়া নির্দেশ। বৃহস্পতিবার নির্মলা সীতারামন জানান, যত সময় গড়াবে, ততই জরিমানার অঙ্ক বেড়ে যাবে। উল্লেখ্য, চলতি বছরের ৩১ মার্চ জরিমানা দিয়ে প্যান-আধার লিঙ্কের সময়সীমা শেষ হয়েছে। তবে সেই সময়সীমা আরও বাড়ানো হবে বলে জানিয়েছে কেন্দ্র। কিন্তু এরপর থেকে প্যান-আধার লিঙ্ক করাতে গেলে আরও বেশি অঙ্কের জরিমানা গুনতে হবে বলে সতর্ক করেছে তারা। কারণ, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর যুক্তি, সরকারের পক্ষে যতটা সময় দেওয়া সম্ভব ছিল, তা দেওয়া হয়েছে। তাই দেশবাসীকে দ্রুত প্যান-আধার লিঙ্ক করার অনুরোধ জানিয়েছেন নির্মলা সীতারামন।