পুরানো কর কাঠামোকে এক রেখে নতুন কর কাঠামোয় সংস্কার করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মঙ্গলবার লোকসভায় বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, নতুন কর কাঠামোয় ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে হবে না। ৩ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়- ৫ শতাংশ আয়কর দিতে হবে। ৭ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়- ১০ শতাংশ আয়কর দিতে হবে। ১০ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়- ১৫ শতাংশ আয়কর দিতে হবে। ১২ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়- ২০ শতাংশ আয়কর দিতে হবে। ১৫ লক্ষ টাকার উপরে আয়- ৩০ শতাংশ আয়কর দিতে হবে।
এদিন ছিল তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেটে কর কাঠামোর কী সংস্কার হয়, সেই জল্পনাই ছিল তুঙ্গে। এদিন বাজেট পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী দাবি করছেন, কর কাঠামোর সংস্কারের ফলে এখন থেকে চাকরিজীবীরা ১৭,৫০০ টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন।
তবে অর্থনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, কর কাঠামোর সংস্কারে আরও একটু সাহস দেখাতে পারতেন সীতারামন। ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে ছাড়ের ঊর্ধ্বসীমা আরও একটু বাড়ানো সম্ভব ছিল বলে দাবি বিশেষজ্ঞদের।