আগামী পাঁচ বছর ৮০ কোটি ভারতবাসীকে বিনামূল্যে রেশন দেবে কেন্দ্রীয় সরকার। এমনই সিদ্ধান্তে সিল মোহর দিল মন্ত্রিসভা। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, ২০২৮ সাল পর্যন্ত ৮০ কোটি ভারতবাসী বিনামূল্যে রেশন পাবেন। এরজন্য কেন্দ্রীয় সরকারের খরচ হবে ১১ লাখ ৮০ হাজার কোটি টাকা।
গত ৪ নভেম্বর ছত্তিশগড়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বিনামূল্যে রেশন বণ্টনের এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হবে বলে প্রতিশ্রুতি দেন। সেইমতো কেন্দ্রীয় মন্ত্রিসভা বৈঠকে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটির নাম জাতীয় খাদ্য সুরক্ষা মিশন। এর মাধ্যমে পরিবারের প্রত্যেক সদস্য মাথাপিছু মাসিক ৫ কেজি করে খাদ্যশস্য পাবেন।