কেন্দ্রীয় বাজেটের (Union Budget) মাধ্যমে দেশের চাকরিজীবী এবং মধ্যবিত্তের প্রতি বিশ্বাসঘাতকডা করেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitaraman) তীব্র সমালোচনা করে এমনই দাবি করল কংগ্রেস (Congress)।
কংগ্রেস মুখপাত্র রনদীপ সুরজওয়ালা বলেছেন, ব্যপক মুদ্রাস্ফীতি এবং মজুরি হ্রাসের জেরে মধ্যবিত্ত এবং চাকুরিজীবীরা জেরবার। তাঁদের হতাশ করলেন মোদী এবং সীতারমন।
আরও পড়ুন : Budget 2022: এবার বাজেট আগামী ২৫ বছরের ব্লু-প্রিন্ট, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
কংগ্রেস নেতার দাবি, গরীব মানুষ, যুবক, কৃষক বা মধ্যবিত্ত- কারও জন্যই এই বাজেটে কিছু নেই। ছোট শিল্প গড়ে তোলার বিষয়েও কিছু বলা হয়নি বাজেটে, এমনই দাবি সুরজওয়ালার। ক্রিপটোকারেন্সি আদৌ বৈধ কি না সে প্রশ্নও তুলেছেন তিনি।