আবগারি দুর্নীতি মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) । ১লা জুন পর্যন্ত জামিন মঞ্জুর হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর। তবে এই ২১ দিনে বেশ কিছু শর্ত মেনে চলতে হবে কেজরিকে।
সুপ্রিম নির্দেশ রয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রীর দফতরে তিনি এই মুহূর্তে যেতে পারবেন না। ৫০ হাজার টাকার ব্যক্তিগত জামিনে তিনি মুক্তি পেয়েছেন। মেনে চলতে হবে আদালতের বিবৃতি। আবগারি মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি, তাই এই বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে পারবেন না। এমনকি এই মামলার কোনও সাক্ষীদের সঙ্গেও কথা বলতে পারবেন না আপ প্রধান। এমনকি উপরাজ্যপাল ভিকে সাক্সেনার অনুমতি ছাড়া সরকারি কোনও কাগজে সইসাবুদ করতে পারবেন না।
উল্লেখ্য , ২১ মার্চ আবগারি মামলার তদন্তে কেজরিওয়ালকে গ্রেফতার করছিল ইডি। ২ জুন ফের তাঁকে আত্মসমপর্ণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।