নরেন্দ্র মোদীকে ফাঁসানোর জন্য সিবিআই চাপ দিয়েছিল অমিত শাহকে । সম্প্রতি, এমনই বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । উল্লেখ্য, বিরোধী দলগুলি মোদী সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্য়বহারের অভিযোগ তুলেছে বারবার । এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে সেই বিষয়ে প্রশ্ন করা হয় শাহকে । তার উত্তরে শাহ দাবি করেন, যখন কংগ্রেসের সরকার ছিল, তখন গুজরাটের একটি ভুয়ো এনকাউন্টার মামলায় মোদীজীকে ফাঁসানোর জন্য চাপ দেওয়া হয়েছিল তাঁকে । এখন বিরোধীরা যেভাবে অশান্তি তৈরি করছে, সেই সময় কিন্তু বিজেপি কোনও হই-হট্টগোল করেনি ।
রাহুল গান্ধীর সাজা ও সাংসদ পদ খারিজ হওয়ার বিষয়ে তাঁর মন্তব্য, রাহুল গান্ধী অযথা অশান্তি সৃষ্টি করছেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের ভাগ্য়ের জন্য দোষারোপ করছেন । তা না করে রাহুলকে উচ্চতর আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন শাহ । আদালত চাইলেই সাজার উপর স্থগিতাদেশ ঘোষণা করতে পারেন । আগে লালু প্রসাদ যাদব, জয়ললিতা-সহ অনেকেই সাংসদপদ খুঁইয়েছেন । কেউ বিক্ষোভ দেখাননি, কারণ এটা আইনশৃঙ্খলার দেশ ।