আজ উল্টোরথ। ৭ দিন পর মাসির বাড়ি থেকে ফিরবেন জগন্নাথদেব। কথিত আছে মাসির বাড়ি থেকে পোড়া পিঠে খেয়েই ফের বাড়ির পথে রওনা দেবেন তিনি। ৮ তারিখ পালিত হয়েছিল জগন্নাথদেবের রথ যাত্রা।
সুসজ্জিত রথে বসিয়ে দেবতাদের টানা হয়। কিন্তু উল্টোরথের ক্ষেত্রে সুনাবেশ বহুদা যাত্রা পালিত হয়ে থাকে। দেবতাদের অঙ্গে সোনার গহনা পরিয়ে সুনাবেশ পালন করা হয়ে থাকে।
উল্টোরথ উপলক্ষে জগন্নাথদেবের মাসির বাড়িতে নানা অনুষ্ঠান চলছে । অন্যদিকে, পুরীর মন্দিরেও (Puri Temple) প্রস্তুতি তুঙ্গে । শুধু পুরী নয়, মায়াপুরের ইসকন, কলকাতার ইসকন , মাহেশ বিভিন্ন জায়গায় উল্টো রথকে কেন্দ্র করে সাজো সাজো রব ।
হিন্দু শাস্ত্র অনুযায়ী, রথ এবং উল্টো রথযাত্রার তিথির মধ্যে 'হেরা পঞ্চমী' এবং 'সন্ধ্যা দর্শন বা নবমী দর্শন' পালিত হয় । উল্টো রথযাত্রার পরে সুনাবেশ, আধার পানা এবং নীলাদ্রি বিজও গুরুত্বপূর্ণ। জগন্নাথ এবং বলরাম ও সুভদ্রা যথাক্রমে তিনটি আলাদা আলাদা রথে চেপে বেরোন। রথগুলির আলাদা আলাদা নামও আছে। জগন্নাথের রথের নাম নন্দীঘোষ, বলরামের রথ তালধ্বজ, সুভদ্রার রথ দর্পদলন নামে পরিচিত ।