ইউক্রেনের ভারতীয় পড়ুয়াদের রাশিয়া-ইউক্রেন সংকটে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে, দাবি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ভারতীয় পড়ুয়াদের ঘরে ফেরানো নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ২ মার্চ কথা হয় পুতিনের।
ক্রমশ জটিল হচ্ছে রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি। ইউক্রেনের এখনও আটকে হাজার তিনেক ভারতীয় পড়ুয়া।
সুত্রের খবর, রাশিয়ার তরফে মোদীকে জানানো হয়েছে, ভারতীয় পড়ুয়াদের নিরাপদে দেশে ফেরানোর জন্য সবরকমের চেষ্টা করেছে রাশিয়া। পুতিন দাবি করেছেন, এর পরেও যারা আটকে রয়েছেন ইউক্রেনে, তাঁদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এমন কী রাশিয়া থেকে ভারতীয় পড়ুয়াদের দেশে ফিরতেও বাধা দিচ্ছে ইউক্রেনিও সেনা। এর জন্য কিয়েভ কর্তৃপক্ষকেই সম্পূর্ণ দায়ী করেছেন পুতিন।