Dal Lake Uber : উবার অ্যাপেই বুক করা যাবে ডাল লেকের শিকারা! কী ভাবে জানেন?

Updated : Dec 03, 2024 09:35
|
Editorji News Desk

কলকাতায় শীতের দেখা নেই। সেই কারণে একটু শীতকাল উপভোগ করতে পাহাড়ে ছুটে যেতে হয়। আর শীতকালে পাহাড় মানেই তো একটাই জায়গা। ভারতের ভূ-স্বর্গ। যা ঠাণ্ডা পড়তে না পড়তেই দেখে যায় সাদা চাদরে। সেই কারণেই শীতকালে টুরিস্টস্পট হিসেবে প্রায় সকলেরই অন্যতম পছন্দের জায়গা কাশ্মীর। আর কাশ্মীর বললেই যে জায়গাটার কথা মাথায় আসে তা হল ডাল লেক। 

বরফের পাহাড়, খোলা আকাশ। আজ টলটলে জলে পরিপূর্ণ ডাল লেক। জলের উপরে ভাসছে শিকারা। এই শিকারা পর্যটকদের অন্যতম আকর্ষণ। কারণ শিকারা ভ্রমণ ছাড়া কাশ্মীর ভ্রমণ একেবারেই অসম্পূর্ণ। কিন্তু এই শিকারায় বসে সুন্দর সময় কাটতে গেলে পোহাতে হয় বিস্তর ঝক্কি। কারণ পিক সিজনে টুরিস্টদের চাপে শিকারা বুক করা কার্যত ঝক্কির।

তাই এই সময় কাশ্মীর গেলে মনে হয়, যদি একটু ওলা কিংবা উবার ক্যাব বুক করার মতো সহজ হত শিকারা বুক করা। এবার এই মনের কথাই সহজ হতে চলেছে ফোনের মাধ্যমে। চলতি মরশুম থেকেই শিকারা বিহারের ক্ষেত্রে বিশেষ সুবিধা পেতে চলেছেন পর্যটকরা। কারণ এবার থেকে ক্যাব বুক করার মতো অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে শিকারাও। এমনকি থাকছে অগ্রিম বুকিংয়ের ব্যবস্থাও। 

জানা গিয়েছে, জলপথে এই বিশেষ পরিষেবা শুরু করতে চলেছে উবার। ইতিমধ্যেই ঐতিহ্য এবং প্রযুক্তির এই মেলবন্ধনের কথা ঘোষণা করা হয়েছে সংস্থার তরফে। উবারের তরফে জানানো হয়েছে, পর্যটকদের সুবিধা এবং কাশ্মীরের সাধারণ মানুষের আর্থিক বিকাশের দিকে নজর রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

কী সুবিধা মিলবে?   

উবারের মাধ্য্যমে যাত্রার ১৫ দিন আগে থেকে অ্যাপের মাধ্যমে শিকারা বুক করা যাবে। অগ্রিম বুকিং করা যাবে যাত্রার ১২ ঘন্টা আগে পর্যন্ত। ডাল লেকের ১৬ নম্বর শিকারা ঘাট থেকে এই সুবিধা পাবেন পর্যটকরা। শিকারা পরিষেবা পাওয়া যাবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। 

সংস্থার তরফে জানানো হয়েছে, অ্যাপের মাধ্যমে শিকারা পরিষেবা পাওয়ার জন্য কোনও অতিরিক্ত টাকা খরচ করতে হবে না যাত্রীদের। সরকারের বেঁধে দেওয়া ভাড়াই ধার্য করা হবে। এমনকি ভাড়ার গোটা অংশই পাবেন শিকারা চালকরা। আপাতত সাতটি শিকারা নিয়ে এই অনলাইন পরিষেবা চালু হচ্ছে। পরে শিকারার সংখ্যা আরও বাড়ানো হবে। 

শুধু ভারতে নয়, গোটা এশিয়ার মধ্যে ডাল লেকেই প্রথম জলপথে ভ্রমণের জন্য নৌকা পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে উবর। এর আগে ইউরোপের কয়েকটি দেশে এই ধরনের পরিষেবা চালু করেছে উবর। যার মধ্যে ইটালির ভেনিসে উবারের জলপথ পরিষেবা বেশ জনপ্রিয়তা পেয়েছে। 

 

Dal Lake

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক