ঘুরতে গিয়ে মর্মান্তিক পরিণতি । কাশ্মীরে শ্রীনগরে (Srinagar) ভয়াবহ পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হল দুই বাঙালি পর্যটকের । মৃত দুজনেই মহিলা । মৃতদের নাম মালতি কুণ্ডু (৫৫) এবং স্মৃতিকা হাজরা (৫২)। তাঁরা পূর্ব বর্ধমানের বাসিন্দা । ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন । তাঁদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর । চিকিৎসা চলছে ।
বৃহস্পতিবার বিকেলে কাশ্মীরের গান্ডেরবাল জেলার কঙ্গন থানার অন্তর্গত শ্রীনগর লে এক্সপ্রেসওয়ে উপরে পর্যটকদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় । ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় । শুক্রবার তাঁদের দেহ ময়নাতদন্ত করা হয়েছে । ওইদিনই দেহ বিমানে আনার প্রক্রিয়া শুরু হয় । জানা গিয়েছে, আজ অর্থাৎ শনিবার তাঁদের দেহ পূর্ব বর্ধমানের বাড়িতে নিয়ে আসা হতে পারে ।
মৃতদের পরিবার সূত্রে জানা গিয়েছে, ১৩ মার্চ নাগাদ খণ্ডঘোষ, বর্ধমান শহর, গলসি, শাসপুর থানা প্রভৃতি এলাকা থেকে পর্যটকদের একটি বাস উত্তর ভারত ভ্রমণে রওনা হয় । ৬০ জনেরও বেশি পর্যটক ছিলেন এই দলে । বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা ঘুরে মঙ্গলবার তাঁরা শ্রীনগরে পৌঁছায় । আশেপাশে ভ্রমণের জন্য স্থানীয় দুটি বাস ভাড়া করেন তাঁরা । শ্রীনগর লে এক্সপ্রেসওয়েতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উলটে যায় । ৬০ জনের মধ্যে ২৪ জন আহত হন । আহতদের মধ্যে বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । এখনও বেশ কয়েকজনের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে ।