মাঝ আকাশে আচমকা ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার (IAF) মিগ-২১ বিমান (M21)। ঘটনাস্থলেই মৃত্যু হল ২ পাইলটের। বৃহস্পতিবার রাত ৯টা ১০ নাগাদ ঘটনাটি ঘটে রাজস্থানের বারমার জেলায়। ভিমদা গ্রামে ছড়িয়ে পড়ে বিমানের ধ্বংসাবশেষ। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন জেলাশাসক, পুলিশ সুপার এবং বায়ুসেনার আধিকারিকরা।
ঘটনার পরই বায়ুসেনার পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, "রাজস্থানের উতারলাই এয়ারবেস থেকে রওনা দেয় মিগ ২১ ট্রেনার এয়ারক্র্যাফট। ৯টা ১০ নাগাদ বারমারের কাছে ভেঙে পড়ে বিমানটি। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুই সেনাকর্মী। দুই কর্মীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে বায়ুসেনা।" কীভাবে এই দুর্ঘটনা, তার জন্য তদন্ত করবে বায়ুসেনা। দুই সেনাকর্মীর নাম প্রকাশ করেনি বায়ুসেনা।
আরও পড়ুন: শুক্রবার ক্যামাক স্ট্রিটের দফতরে SSC আন্দোলনকারীদের দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
রাজস্থানে এই ঘটনায় এয়ারচিফ মার্শাল ভি আর চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। টুইট করে দুই কর্মীর পরিবারকে সমবেদনাও জানিয়েছেন তিনি। তিনি টুইটে লেখেন, "রাজস্থানের বারমারে মিগ ২১ বিমান ভেঙে পড়ে প্রাণ হারিয়েছেন দুই বায়ুসেনা কর্মী। এই ঘটনায় গভীর মর্মাহত। দেশসেবায় তাঁদের অবদান ভোলা সম্ভব নয়। পরিবারকে এই কঠিন সময়ে গভীর সমবেদনা জানাই।"
বায়ুসেনার জন্য দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয় মিগ ২১। কিন্তু এর সুরক্ষা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। গত মার্চ মাসে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট রাজ্যসভায় জানান, গত ৫ বছরে মিগ ২১ বিমান দুর্ঘটনায় ৪২ জন সেনাকর্মী প্রাণ হারিয়েছেন। মোট ৪৫বার দুর্ঘটনার মুখে পড়েছে এই বিমান। যার মধ্যে ২৯ বার দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন বায়ুসেনা কর্মীরা।