Delhi Rainstorm : দু ঘণ্টা ধরে ঝড়ে তাণ্ডবে বিপর্যস্ত দিল্লি, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি, মৃত ২

Updated : May 31, 2022 11:17
|
Editorji News Desk

সোমবার রাতের ঝড়-বৃষ্টিতে তছনছ নয়া দিল্লির (Delhi Rainstorm) একাধিক এলাকা । ঝড়-বৃষ্টিতে প্রায় একশো গাছ উপড়ে পড়েছে রাস্তায় । ভেঙে পড়ে একাধিক বাড়ি । ব্যহত হয় যান চলাচল । বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন । ঝড়-বৃষ্টিতে (Delhi Rain) প্রাণ কেড়েছে দু'জনের । বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর ।

দিল্লি প্রশাসন সূত্রে খবর, এই ঝড়ে মূল ক্ষতি হয়েছে নয়াদিল্লি (New Delhi) এবং মধ্য দিল্লির । দু’ঘণ্টা ধরে ঝড়ের তাণ্ডব চলে । জলে ডুবে গিয়েছে দিল্লির একাধিক রাস্তা । বিদ্যুৎহীণ হয়ে পড়ে বেশ কিছু এলাকা । প্রশাসন সূত্রে খবর, ছোট বড় মিলিয়ে প্রায় ৮০টি ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে । সোমবার রাত আটটা পর্যন্ত ২৯৪ টি গাছ পড়ে যাওয়ার খবর এসেছে । গাছ চাপা পড়ে পার্কিং লটে থাকা গাড়িগুলি দুমড়ে মুচড়ে যায় । একাধিক বাড়ির টিনের ছাদ উড়ে গিয়েছে । রাতেই উদ্ধারকার্যে নামে পুলিশ ও ফায়ার ব্রিগেড ।

আরও পড়ুন, West Bengal Weather Update: মঙ্গলবার বিকেলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, আগামী কয়েকদিন বাড়বে তাপমাত্রা
 

প্রবল ঝড়-বৃষ্টিতে ক্ষতি হয়েছে ঐতিহ্যবাহী জামা মসজিদের । ভারী বৃষ্টির কারণে ভেঙে পড়েছে ঐতিহ্যবাহী জামা মসজিদের গম্বুজের কিছুটা অংশ । পাথর ভেঙে পড়ায় দু'জন আহতও হয়েছেন । এদিকে, জামা মসজিদের কাছে একটি বাড়ি ধসে মৃত্যু হয়েছে ৫০ বছর বয়সি কৈলাস নামে এক ব্যক্তির । ঝড়ের সময় তিনি বাইরেই দাঁড়িয়ে ছিলেন বলে খবর । অন্যদিকে, দিল্লির অঙ্গুরি বাগে গাছ চাপা পড়ে মৃত্যু হয় ৬৫ বছর বয়সী বসির বাবা নামে আরও এক ব্যক্তির ।

প্রবল ঝড়-বৃষ্টির কারণে কমপক্ষে পাঁচটি ফ্লাইটও অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয় । আর, দিল্লি বিমানবন্দর থেকে ৭০টি মতো বিমান দেরিতে ছাড়ে বলে জানা গিয়েছে । আবহাওয়া দফতর জানাচ্ছে, দিল্লিতে প্রাক বর্ষায় এমন ঝড় তিন-চার বছর পর পর দেখা যায় । এর আগে ২০১৮ সালের ১৩ মে ১০০ কিলোমিটার বেগে ঝড়ে বিধ্বস্ত হয়েছিলেন দিল্লিবাসী । মঙ্গলবারও দিল্লির আকাশ মেঘলা থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস ।

rainDelhiStorm

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক