৯ সেকেন্ডে ধুলোয় মিশে গেল নয়ডার দুই অট্টালিকা টুইন টাওয়ার (Noida Twin Tower)। দীর্ঘ ৯ বছর ধরে মামলা চলছিল। ৩৭০০ কেজি বিস্ফোরক দিয়ে ভেঙে ফেলা হল এই জোড়া টাওয়ার। নির্ধারিত সময় ঠিক দুপুর ২টো ৩০ মিনিট নাগাদ ভাঙা হয়। মাত্র ৯ সেকেন্ডে তাসের ঘরের মতো ভেঙে পড়ে অ্যাপেক্স এবং সিয়ানে টাওয়ার। ভাঙতেই এলাকা সাদা ধোয়ায় ঢেকে যায়।
রবিবার সকাল থেকে নয়ডার সেক্টর ৯৩-তে এই নিয়ে হুলুস্থূল পড়ে যায়। এলাকার সব বাসিন্দাদের আগে থেকেই সরিয়ে দেওয়া হয়। এরপর টাওয়ার সংলগ্ন এলাকা ঘিরে নেয় বিপর্যয় মোকাবিলা দফতর (NDRF Team) ও বম্ব স্কয়্যাডের সদস্যরা (Bomb Squad)। কেউ আহত হতে পারে, ভেবে আগে থেকেই হাসপাতালে ৪০টি বেড বুকিং করে রাখা হয়েছে। আশপাশের বাড়িগুলিকেও মোটা পাস্টিক দিয়ে মুড়ে ফেলা হয়।
আরও পড়ুন: রাস্তার মাঝে বচসা, থামাতে গিয়ে মহিলা পুলিশের মাথায় বঁটির কোপ, গ্রেফতার এক যুবতী
এদিন সকালে একটি এনজিও সংস্থার পক্ষ থেকে পথকুকুরদের উদ্ধার করা হয়। দুই টাওয়ারের নির্মান সংস্থা সুপারটেক জানিয়েছে, "নির্মাণের পরিকল্পনার বাইরে কিছু করা হয়নি। সুপ্রিম কোর্ট প্রযুক্তিগত কারণে এই নির্মাণকে সন্তোষজনক মনে করেনি। তাই এই নির্মাণ ধ্বংসের নির্দেশ দিয়েছে। আমরা শীর্ষ আদালতের নির্দেশকে সম্মান করি। তা বাস্তবায়নের জন্যও প্রতিশ্রুতিবদ্ধ।"