রাজ্যের পুলিশ প্রধান দাবি করেছিলেন প্রজাতন্ত্র দিবসের আগে এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জড়ো যাত্রার মধ্যে উপত্যকায় কোনও অশান্তি হবে না। কিন্তু শনিবার জম্মুর নারওয়ালে পরপর দুটি বিস্ফোরণে সেই দাবিকে কাঁপিয়ে দিল। এই ঘটনায় জখম কমপক্ষ নয় জন। ঘটনাস্থলে ঘিরে রাখা হয়েছে। শুরু হয়েছে নিয়মমাফিক তদন্ত। রাহুলের যাত্রার আগে এই ঘটনায় উপত্যকার নিরাপত্তার ফাঁক ফের চওড়া করে দিল।
নারওয়ালের যে এলাকায় জোড়া বিস্ফোরণ হয়েছে, সেটি শহরের বাণিজ্যিক কেন্দ্র বলে পরিচিত। পাশাপাশি, এই এলাকায় গাড়ি মেরামতির ও গাড়ির যন্ত্রাংশের দোকান রয়েছে। যেখানে দিনভর ব্যস্ততা লেগেই থাকে। এদিন এই ব্যস্ত এলাকায় আইইডি বিস্ফোরণ হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।
বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ফরেন্সিক এবং বোমা বিশেষজ্ঞরা। ওই এলাকাটি ঘিরে নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে।