ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের (Biplab Deb) পৈতৃক বাড়িতে 'হামলা' । প্রথমে বাড়ি ভাঙচুর করে, তারপর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে । তারা বেশ কয়েকটি গাড়িরও ক্ষতি করেছে বলে জানা গিয়েছে । ত্রিপুরা বিজেপি (BJP) সিপিএম (CPM) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে ।
বিপ্লবের পৈতৃক বাড়ি উদয়পুরে । এক সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, বিপ্লব দেবের বুধবারই পৈতৃক বাড়িতে আসার কথা ছিল । প্রতি বছরের মতো এবছরও পৈতৃক বাড়িতে বাবা হিরুধন দেবের স্মৃতিতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । তার আগে মঙ্গলবার দুষ্কৃতীরা হামলা চালালো পৈতৃক বাড়িতে । সিপিএমের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে বিজেপি । যদিও, এই বিষয়ে সিপিএমের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারিতেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হতে পারে । তার আগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে ।