অশান্তি ঠেকাতে কড়া নিরাপত্তার আয়োজন সত্ত্বেও রক্ত ঝরল ত্রিপুরায়(Tripura Assembly Election 2023)। সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত হিংসার খবর আসছিল। বেলা যত বাড়ল ততই পাল্লা দিয়ে বাড়ল হিংসা। বিলোনিয়া-উদয়পুর সহ পাহাড়-রাজ্যের বহু জায়গায় আক্রান্ত হলেন বিরোধী বাম-কং জোটের প্রার্থীরা(BJP-CPIM Clash)। বাম কর্মী-সমর্থকদেরও ব্যাপক মারধর করা হয় বলেই অভিযোগ। এমনকি, দুষ্কৃতীদের মারের হাত থেকে রেহাই পাননি ভোটাররাও(BJP goons attack on Tripura voters)। বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি ঢুকে হুমকির অভিযোগ ওঠে।
অভিযোগ, বেলা বারোটার পর থেকেই আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বিজেপি। সিপিএমের(CPIM on Tripura Assembly Election 2023) অভিযোগ, কাকড়াবন-শালগড়া, অমরপুর, ধনপুরে পুলিশের সামনেই অবাধে চলে ছাপ্পা। তার প্রতিবাদ করে আক্রান্ত হন বামেদের পোলিং এজেন্ট। বক্সনগরে আক্রান্ত হন সিপিএমের অঞ্চল সম্পাদক। খয়েরপুরে সিপিএম প্রার্থীর এজেন্টের গাড়ি ভাঙচুর করা হয়। এমনকি, ছাড় পায়নি নির্দল প্রার্থীও। তাঁর এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছে বিরোধীরা। যদিও সিপিএম-কংগ্রেস আক্রান্ত হলেও পাহাড়-রাজ্যে তৃণমূল(TMC on Tripura Assembly Election 2023) প্রার্থী বা কর্মীদের আক্রান্ত হওয়ার খবর মেলেনি।
আরও পড়ুন- Siliguri DA Mass Resign: ডিএ নিয়ে রাজ্যে ক্রমেই বাড়ছে ক্ষোভ, শিলিগুড়িতে তৃণমূল ছাড়লেন ১৪ শিক্ষক
নির্বাচন কমিশনের হিসেব বলছে, বেলা ৩টে পর্যন্ত ত্রিপুরায় ভোট পড়েছে প্রায় ৭০ শতাংশ। বিজেপি(BJP on Tripura Assembly Election 2023) ৫৫টি আসনে প্রার্থী দিয়েছে। সিপিআই এবং কংগ্রেসের জোট প্রার্থী দিয়েছে ৪৭টি এবং ১৩টি আসনে। তৃণমূল ২৮টি আসনে প্রার্থী দিয়েছে। তিপ্রা মোথা(Tipra Motha on Tripura Assembly Election 2023) প্রার্থী দিয়েছে ৪২টি আসনে। ত্রিপুরা বিধানসভা ভোটে(Tripura Assembly Election 2023) এবার ভোটার সংখ্যা ২৮ লাখের বেশি। তার মধ্যে মহিলা ভোটার ১৩ লক্ষেরও বেশি। ত্রিপুরার বিধানসভা ভোটে এবার শাসক বিজেপির বড় চ্যালেঞ্জ বাম-কংগ্রেস জোট(Left-Cong Alliance in Tripura Assembly Election 2023)। তবে আগামী ২ মার্চ বাংলার রাজনৈতিক মহলের নজর থাকবে অবশ্যই তৃণমূলের উপর।