টাকার বিনিময়ে সংসদে দাঁড়িয়ে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এই অভিযোগ করে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।
তাঁর অভিযোগ, উপহার ও টাকার বিনিময়ে সংসদে দাঁড়িয়ে আদানি গোষ্ঠীকে হেয় করেছেন তৃণমূল সাংসদ। এখানেই শেষ নয়। মহুয়ার বিরুদ্ধে তদন্তের জন্য সিবিআই প্রধানকে আলাদা করে চিঠি দিয়েছেন আইনজীবী অনন্ত দেহাদরি।
বিজেপির এই অভিযোগের জবাব নিজের সোশাল মিডিয়ার হ্যান্ডেলে দিয়েছেন মহুয়া। তিনি জানিয়েছেন, যে কোনও তদন্তের জন্য তিনি তৈরি। আদানি ও বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগও তুলেছেন।
আরও পড়ুন : 'রাজ্যের শীর্ষস্থানীয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ...নবান্নে চিঠি' বিস্ফোরক টুইট কুণালের
এই নিয়ে বেশ কয়েকটি পোস্ট করেছেন মহুয়া। তাতে উল্লেখ করেছেন, কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি তাঁর দরজায় আসার আগে তিনি আদানির কয়লা দুর্নীতি নিয়ে অন্তত একটি এফআইআর দায়ের করবেন।
নিশিকান্ত এবং অনন্ত দু জনের অভিযোগ সংসদে আদানিকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হেয় করেছেন তৃণমূল সাংসদ। আর তার জন্য ব্যবসায়ী দর্শন হিরনানদানির থেকে টাকা এবং উপহার নিয়েছেন।
রবিবার স্পিকারকে দেওয়া চিঠিতে ঝাড়খণ্ডের গোড্ডার সাংসদ নিশিকান্তের অভিযোগ, ৫০টি প্রশ্ন করার জন্য হিরানানদানির থেকে টাকা তুলেছেন মহুয়া। এই ব্যাপারে তৃণমূলের আর এক সাংসদ সৌগত রায়ের নামও উল্লেখ রয়েছে নিশিকান্তের চিঠিতে।