অবিজেপি দল গুলিকে একত্রিত করে বৈঠক করতে মঙ্গলবার দিল্লি গেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তার আগে সংবাদসংস্থার খবর, রাষ্ট্রপতি পদপ্রার্থী পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন ন্যাশনাল কংগ্রেস পার্টির সুপ্রিমো শরদ পওয়ার। রাজনৈতিক মহলের খবর, এবার এই পদে ভেসে উঠছে লালুপ্রসাদ যাদব ও ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাম।
সূত্রের খবর, সোমবার মুম্বইয়ে এনসিপির বৈঠকেই রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে নির্বাচনে না দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন পওয়ার। অ-বিজেপি দলগুলির মধ্যে তিনিই একমাত্র বর্ষীয়ান নেতা। রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে প্রার্থী হিসাবে তাঁর নামই প্রস্তাব করেছিলেন কংগ্রেস সভানেতী সনিয়া গান্ধী। কারণ, পওয়ারের সঙ্গে তৃণমূল নেত্রী সুসম্পর্কও আছে। রাজনৈতিক মহলের মতে, পওয়ার প্রার্থী হলে অ-বিজেপি দলগুলিকে এক ছাতার তলায় আনার কাজ অনেকটা সহজ হত বলেই মনে করা হয়েছিল।
এদিকে, দিল্লিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বৈঠকে দ্বিধা ঝেড়ে ফেলে যোগ দিতে চলেছে কংগ্রেসও। কংগ্রেস সূত্রে খবর, বুধবারের বৈঠকে সনিয়ার প্রতিনিধি মল্লিকার্জুন খাগড়ে, জয়রাম রমেশ এবং রণদীপ সুরজেওয়ালা। রাজনৈতিক মহলের দাবি, মমতার অনুরোধ রাখতেই ওই বৈঠকে তিন দূতকে পাঠাতে নির্দেশ দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী।