মণিপুর নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ফের সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই পড়ুয়ার অপহরণ এবং খুনের ঘটনায় শোক প্রকাশ করে তিনি বিঁধলেন কেন্দ্রের বিজেপি সরকারকে। বুধবার নিজের সোশাল মাধ্যমে মমতা লেখেন, ‘মণিপুরে দুই নিহত তরুণের শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। তাঁদের মায়েদের কান্নায় প্রতিফলিত বেদনা এবং যন্ত্রণা আমাকে গভীর ভাবে প্রভাবিত করেছে। রাজ্য সরকার দায়িত্ব নিচ্ছে না। তাদের জবাবদিহি করাতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতি হতাশাজনক।’’
বুধবারই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দাবি করেছিলেন, বাইরে থেকে কিছু লোক এসে মণিপুরকে অশান্ত করছে। কেন্দ্রের এই দাবি মানতে নারাজ তৃণমূল নেত্রী। এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) মমতা লিখেছেন, ‘‘ইম্ফলের শান্তিপূর্ণ ছাত্র বিক্ষোভের বিরুদ্ধে বলপ্রয়োগও গ্রহণযোগ্য নয়। আমরা ন্যায়বিচার এবং ঐক্যের দাবিতে মণিপুরের সঙ্গে আছি। আসুন আমরা মণিপুরের চেতনার পুনর্নির্মাণ এবং পুনরুজ্জীবনে সচেষ্ট হই। একসঙ্গে মিলে আমরা একটি সুন্দর ভবিষ্যত তৈরি করতে পারি।’’
আরও পড়ুন : ২ ছাত্র মৃত্যুর জেরে ফের অশান্ত মণিপুর, রাজ্যে ৫ দিন বন্ধ ইন্টারনেট পরিষেবা
গত ৬ জুলাই থেকে ওই দুই পড়ুয়া অপহৃত বলে অভিযোগ করা হয়েছে। তাদের অপহরণ এবং খুনের ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবার থেকে নতুন করে অশান্ত হয়েছে মণিপুরকে। ইতিমধ্যেই বুধবার থেকে কুকি অধ্যুষিত মণিপুরের পাহাড়ি এলাকায় আগামী ছ মাসের জন্য আফস্পা বলবৎ করা হয়েছে।