কোনও হিংসা নয়। রাজ্যের বকেয়া আদায়ে দিল্লিতে ধরনার আগে বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। টুইট করে তিনি জানিয়েছেন, গান্ধীর অহিংস পথেই চলতে চান তাঁরা। প্রতিটি তৃণমূল সমর্থককে বার্তা মানার নির্দেশও দেওয়া হয়েছে।
এরমধ্যে দিল্লি পৌঁচ্ছে গেল তৃণমূল কংগ্রেস সমর্থকদের নিয়ে বাস। উত্তরপ্রদেশ হয়ে দিল্লিতে এল এই বাস। তার মধ্যেই কটা বাস দিল্লি এল তাঁর খোঁজ খবর শুরু করল দিল্লি পুলিশ।
আরও পড়ুন : বাসে করে দিল্লির উদ্দেশে রওনা TMC কর্মী-সমর্থকদের, কর্মসূচির রূপরেখা তৈরি অভিষেকের
সোমবার সকাল থেকেই দিল্লিতে ঢুকতে শুরু করেছে তৃণমূলের একের পর এক বাস। বাসযাত্রীদের প্রত্যেককেই রাখা হচ্ছে আম্বেদকর ভবনে। দলীয় সূত্রে খবর, ওই ভবনে বিশ্রাম নিয়েই কর্মসূচিতে অংশ নেবেন দলের কর্মীরা।
এই অবস্থায় সোমবার সকালেই অম্বেডকর ভবনে যায় দিল্লি পুলিশের একটি দল। ক’টি বাস এসেছে, ক’টি বাস আসার সম্ভাবনা রয়েছে, দিল্লিতে আসা কর্মীসমর্থকদের দেখভালের দায়িত্বে কারা রয়েছেন, সেই বিষয়ে খোঁজখবর নেয় পুলিশ।