পশ্চিমবঙ্গের রাজ্যপাল (West Bengal Governor) জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) অপসারণের দাবিতে সংসদে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের (TMC) সাংসদরা। তাঁদের দাবি, রাজ্যপাল তাঁর সীমা লঙ্ঘন করছেন।
রাজ্যপালের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজ্যসভায় বাজেট অধিবেশন বয়কট করলেন তৃণমূলের সাংসদরা। রাজ্যপালকে নিয়ে সংসদে আলোচনার দাবি জানান তাঁরা। কিন্তু চেয়ারম্যান সেই প্রস্তাব নাকচ করেন। এর প্রতিবাদে ওয়াক আউট করেন তৃণমূল সাংসদরা। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে রাজ্যপালকে অপসারণের আর্জি জানিয়েছিলেন সৌগত রায়।
আরও পড়ুন : TMC-BJP: হাতে হাত মিলিয়ে পঞ্চায়েত দখল করল তৃণমূল-বিজেপি
গত কয়েক দিনে রাজ্য বনাম রাজ্যপাল সঙ্ঘাত তুঙ্গে উঠেছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথের কাছে জানতে চান, রাজ্যপাল তাঁদের ফোন করেন কি না। মমতা এ-ও জানতে চান, পুলিশ সুপার কোনও রাজনৈতিক চাপে পড়েছেন কি না।