অশোভনীয় আচরণের অভিযোগে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হল তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও ব্রায়েনকে। চলতি অধিবেশনের বাকি দিনগুলিতে আর অংশ নিতে পারবেন না তিনি।
বৃহস্পতিবার অধিবেশন শুরু হতেই নিরাপত্তার গদল নিয়ে আলোচনার দাবি তোলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও ব্রায়েন। কিন্তু এবিষয়ে কোনও মন্তব্য না করে ডেরেককে সাসপেন্ড করেন রাজ্যসভার স্পিকার জগদীপ ধনখড়। এবং তৎক্ষনাৎ তাঁকে কক্ষ ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
অধিবেশন চলাকালীন জগদীপ ধনখড় বলেন, "ডেরেক ও ব্রায়েনকে এখনই কক্ষ ছেড়ে দেওয়ার জন্য বলা হচ্ছে।" যদিও এটি নিয়ম বহির্ভূত বলে অভিযোগ করেছেন ওই তৃণমূল কংগ্রেস সাংসদ।