নিজেদের বেতন থেকেই আড়াই হাজার জব কার্ড হোল্ডারদের বেতন মেটাবেন তৃণমূল কংগ্রেস বিধায়করা। এবং ৩০ নভেম্বরের মধ্যেই প্রত্যেককে টাকা মিটিয়ে দেওয়া হবে বলে দিল্লির সভাস্থল থেকে প্রতিশ্রুতি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিকে সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক জানিয়েদেন, আজ থেকে এই আন্দোলন শুরু হল। আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে। কেন্দ্রের কাছ থেকে সুদ সমেত টাকা ফেরত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
এর পাশাপাশি আগামী দিনের কর্মসূচিও ঘোষণা করেন অভিষেক। তিনি জানিয়ে দেন, কেন্দ্র যদি এই দাবি না মানে তাহলে আগামী দু মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ফের আন্দোলন হবে। সেসময় ১ লাখ জব কার্ড হোল্ডারকে নিয়ে গিয়ে আন্দোলন করার হুঁশিয়ারি দেন তিনি।