মুম্বইয়ের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক শিক্ষানবিশ বিমান সেবিকার মৃতদেহ। ২৪ বছর বয়সী ওই তরুণীর নাম রুপাল ওগরে। চন্ডীগড়ের বাসিন্দা হলেও এয়ার ইন্ডিয়ার ট্রেনিং করতে মুম্বইয়ে থাকছিলেন তিনি। সোমবার সকালে খবর পেয়ে ওই ফ্ল্যাটে হাজির হয় পুলিশ। তারা দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
জানা গিয়েছে, বোন এবং বোনের প্রেমিকের সঙ্গে একই ফ্ল্যাটে থাকতেন রুপাল। কিন্তু প্রায় এক সপ্তাহ আগে তাঁরা চণ্ডীগড় ফিরে গিয়েছেন। তারপর থেকে একা ছিলেন ওই তরুণী। রবিবার সকালে পরিবারের সঙ্গে ভিডিও কলে কথাও হয় রুপালের। তারপর সোমবার সকালে ওই বিমান সেবিকার দেহ উদ্ধার করে পুলিশ।
Read More- বাবা হলেন জসপ্রীত বুমরাহ, সন্তানের নাম কী রাখলেন? জানুন
মুম্বইয়ের টাটা পাওয়ার সেন্টার বাস স্ট্যান্ডের কাছে এন জি কমপ্লেক্সের একটি ফ্ল্যাটে তাকতেন তিনি। ঘটনার তদন্তে একটি টিম গঠন করেছে পুলিশ। তদন্তকারী অফিসারদের অনুমাণ, রবিবার বিকেল থেকে সোমবার সকালের মধ্যেই মৃত্যু হয়েছে। তবে কী কারণে মৃত্যু তা এখনও জানা যায়নি।