প্রবীণ যাত্রীদের জন্য দূরপাল্লার ট্রেনের (Indian Railways) টিকিটে ফের ছাড়ের (Train ticket concession) সুবিধা দেওয়া হতে পারে। করোনা অতিমারী শুরু হওয়ার পর এই সুবিধা রেল বন্ধ করে দিয়েছিল। এনিয়ে সমালোচনা শুরু হওয়ায় ফের সেই সুবিধা রেল ফেরাতে চলেছে বলে সূত্রের খবর।তবে জানা গিয়েছে, নির্দিষ্ট কয়েকটি শ্রেণির ক্ষেত্রেই এই ছাড় মিলতে পারে এবং ছাড় দেওয়ার বয়সসীমায় আসতে পারে পরিবর্তন।
SSC Scam: নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগেও দুর্নীতি? মামলা দায়ের হাই কোর্টে
আগে ট্রেনে সব জেনারেল, বাতানুকূল সহ সব শ্রেণির কামরাতেই প্রবীণ যাত্রীদের টিকিটে বিশেষ ছাড় মিলত। তবে রেল সূত্রে জানা গিয়েছে, ছাড় দেওয়ার নিয়ম ফেরানো হলে সেক্ষেত্রে আগামীতে কেবল ট্রেনের জেনারেল ও স্লিপার ক্লাসের টিকিটেই এই ছাড় মিলবে।
ছাড়ের ক্ষেত্রে বয়সসীমায় পরিবর্তন আসছে বলে জানা গিয়েছে। আগে রেলের নিয়ম অনুযায়ী মহিলারা ৫৮ বছর ও পুরুষরা ৬০ বছর হলে প্রবীণ যাত্রী হিসেবে গণ্য হতেন এবং টিকিটে ছাড় পেতেন। কিন্তু নতুন যে নিয়ম আসতে চলেছে তাতে মহিলা ও পুরুষ নির্বিশেষে ৭০ বছর হলে তবেই টিকিটে ছাড় পাবেন।