ট্রেনে চেপে আনমনে জানলায় মুখ বাড়িয়েছিলেন এক বৃদ্ধ। হঠাৎই এক সহযাত্রী তাঁর হাতে তুলে দেন একটি পোট্রেট। ট্রেনে বসে থাকা অবস্থায় বৃদ্ধকে অবিকল ফুটিয়ে তোলা হয়েছে রঙপেন্সিলে। ট্রেনে যাওয়ার পথেই সেই ছবি এঁকে ফেলেছেন বিষ্ণু দীনেশান নামের এক চিত্র শিল্পী। বৃদ্ধের ঠিক কোণাকুণি উপরের বার্থে বসেছিলেন বিষ্ণু। সেইখান থেকে সহযাত্রীকে ঠিক যেমন দেখিয়েছে তেমনটাই এঁকেছেন তিনি। নিজেকে দেখে বৃদ্ধের হাসি যেন আর ধরে না !
ইনস্টাগ্রামে এই ভিডিয়ো শেয়ার করতেই অসংখ্য মানুষের ভালবাসা পেয়েছেন চিত্রশিল্পী। এর আগে কখনও আঁকা শেখেননি বিষ্ণু, ইনস্টাগ্রাম বায়োতে সেকথারও উল্লেখ রয়েছে।