ভয়াবহ ঘটনা চণ্ডীগড়ে! নিজের বান্ধবীর গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় মৃত্যু হয়েছে তরুণীর। অভিযুক্তের নাম বিশাল। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, সোমবার রাত এগারোটা নাগাদ দক্ষিণ মার্গের কাছে ৩৫ নম্বর সেক্টরের পেট্রোল পাম্পের সংলগ্ন একটি পার্কে এই ঘটনা ঘটে। মৃতার নাম রানি। তাঁর বয়স ২৭ বছর। তিনি মোহালির সোহানার বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিশালের সঙ্গে রানির প্রেমের সম্পর্ক ছিল।
পুলিশ জানিয়েছে, ওই পার্কের সামনে দিয়ে যাওয়ার সময় তীব্র বচসার শব্দ শুনে এক পথচারী পার্কে গেলে সেখানে গিয়ে জ্বলন্ত অবস্থায় ওই তরুণীকে দেখতে পান। তিনিই প্রথম খবর দেন পুলিশে।
সোমবার রাতের ঘটনার পর দেহের ৮০ শতাংশ দগ্ধ হয়ে যাওয়া অবস্থায় তড়িঘড়ি ১৬ নম্বর সেক্টরের সরকারি মাল্টি স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় রানিকে। মঙ্গলবার সকালেই মৃত্যু হয় তাঁর।