হিন্দু রক্ষা দলের কর্মীদের বিরুদ্ধে একজন ট্রাফিক কনস্টেবলকে মারধরের অভিযোগ উঠল। ওই কনস্টেবলের বিরুদ্ধে নিগ্রহকারীদের অভিযোগ, তিনি এমন একটি গাড়ির চালককে ফাইন করেছিলেন, যাতে 'জয় মাতা দি' স্টিকার সাঁটা ছিল।
সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক ট্রাফিক পুলিশকে একদল লোক ঘিরে ধরেছেন। হিন্দু রক্ষা দলের জাতীয় সভাপতি পিঙ্কি চৌধুরী ওই পুলিশকর্মীর সঙ্গে বাকবিতণ্ডা করছেন। যে মোবাইলে ওই পুলিশকর্মী ঘটনাটি রেকর্ড করেছিলেন, সেটি ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করছেন পিঙ্কি।
WHO-Malaria Vaccine: সেরাম ইন্সটিটিউটের ম্যালেরিয়ার টিকাকে ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
উল্লেখ্য, মোটর ভেহিকেলস অ্যাক্ট অনুযায়ী, গাড়িতে ধর্মীয় বা জাতিভিত্তিক স্টিকার সাঁটা যায় না।
গাজিয়াবাদের এই ঘটনায় পিঙ্কি চৌধুরী, ওই গাড়ির চালক সহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।