ছত্তীশগড়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত মাওবাদীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯। কানকার জেলা পুলিশের তরফে এই খবর জানানো হয়েছে। এই অভিযানের পরেই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, মাওবাদীদের সম্পূর্ণভাবে নির্মূল না করা পর্যন্ত অভিযান চালানো হবে। এমনকি, মাওবাদীরাই দেশের উন্নয়নের সবথেকে বড় শত্রু বলে মন্তব্য করেছেন তিনি।
দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ছত্তিশগড়ের কানকার জেলায়। তার আগে মঙ্গলবার অভিযানে বের হন নিরাপত্তাবাহিনীর জওয়ানরা। সেসময় নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে নকশালরা। পালটা জবাব দেন জওয়ানরা। মোট ২৯ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে খবর। পুরো অভিযানের নেতৃত্ব দেয় ছোটেবেঠিয়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, নিহত নকশালদের ডেরা থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে। এমনকি বেশ কয়েকটি AK 47 রাইফেলও পাওয়া গিয়েছে।