সুপ্রিম কোর্টের নির্দেশের পরই নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দিয়েছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । বৃহস্পতিবার, ১৪ মার্চ সেই সংক্রান্ত তথ্য নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে নির্বাচন কমিশন । সেই তালিকায় দেখা গিয়েছে, বন্ড ক্রেতা হিসাবে শীর্ষে রয়েছে 'ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস' । যাঁর মালিক বিতর্কিত লটারি ব্যবসায়ী মার্টিন সান্তিয়াগো । মোট ১,৩৬৮ কোটি টাকার রাজনৈতিক অনুদান দিয়েছে । টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, এই কোম্পানি ২০১৭ সালে একাই তৃণমূল সরকারকে ৬ হাজার কোটি টাকার জিএসটি দেয় ।
‘ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস’ কোম্পানির মালিক সান্তিয়াগো ব্যবসায়ী মহলে ‘লটারি কিং’ নামে পরিচিত। আগে এই সংস্থার নাম ছিল মার্টিন লটারি এজেন্সিস । ভারতে লটারি ব্যবসার প্রসার ঘটেছে এই সংস্থার হাত ধরেই । ১৯৮৮ সালে তামিলনাড়ুতে শুরু করেন লটারি ব্যবসা । পরে তাঁর এই ব্যবসা ছড়িয়ে পড়ে কেরল এবং কর্নাটক, উত্তর-পূর্ব ভারতের নেপাল এবং ভুটানেও ।
২০১৯ সালে তহবিল তছরুপ আইন লঙ্ঘনের অভিযোগে ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল ইডি । গত বছর কোয়েম্বাটোর এবং চেন্নাইয়ের অফিসে তল্লাশিও চালানো হয় । উল্লেখ্য, অন্তত ১০ থেকে ১৫ বছর ধরে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা যেমন বিভিন্ন রাজ্যের পুলিশ, ইডি এবং আইটি-র রাডারে রয়েছে ।