টোল প্লাজাতে দাঁড়িয়ে লম্বা লাইন দিয়ে টোল দেওয়ার দিন অনেক আগেই চলে গিয়েছে। বর্তমানে ভরসা ফাস্টট্যাগ। কিন্তু যানজটের কারণে এই পরিষেবাও বন্ধ হতে চলেছে। কারণ টোল প্লাজার বদলে আসতে চলেছে স্যাটেলাইন দ্বারা চালিত টোল প্লাজা।
সম্প্রতি এক সংবাদ সংস্থাকে এই পরকল্পনার কথা জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গডকরি। তিনি জানিয়েছেন, টোল প্লাজার জন্য কোনও রাস্তায় দাঁড়ানোর দরকার নেই। যে রাস্তায় গাড়ি নিয়ে গেলে টোল দিতে হয়, সেই রাস্তায় চলার সময় স্যাটেলাইট পদ্ধতিতে ব্যাঙ্ক থেকে টাকা কেটে নেওয়া হবে ।
আরও পড়ুন - প্রথমবার পিরিয়ড, রক্ত দেখে ভয় পেয়ে আত্মঘাতী ১৪ বছরের কিশোরী
মূলত সময় নষ্ট এবং যানজট এড়াতে এই পরিকল্পনা করা হয়েছে বলে জানানো হয়েছে। কারণ টোল বন্ধ করে দিলে যানজট এড়ানো যাবে বলে মনে করা হচ্ছে।