আজ বুদ্ধ পূর্ণিমা (Budhha Purnima 2022)। এদিন দেশজুড়ে পালিত হয় বুদ্ধের জন্মজয়ন্তী। কপিলাবস্তুর কাছে লুম্বিনীতে রাজা শুদ্ধধন ও রানি মায়াদেবীর কোলে জন্ম নেন সিদ্ধার্থ (Siddhartha)। শুধু জন্ম নয়, বুদ্ধ পূর্ণিমার দিনটির মাহাত্ম্য গোটা দেশের কাছে অপরিসীম।
বৌদ্ধ সম্প্রদায়ের (Buddha Community) প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়। তাই একে বুদ্ধ পূর্ণিমা বলা হয়। এই দিনে শাক্যবংশে জন্মগ্রহণ করেন সিদ্ধার্থ। শৈশবেই মা মারা যাওয়ায় পালিত হন গৌতমীর কাছে। সিদ্ধার্থের স্ত্রী যশোধরা ও পুত্র রাহুল। কিন্তু মাত্র ২৯ বছর বয়সে সংসার ত্যাগ করেন সিদ্ধার্থ। উদ্দেশ্য, মানুষের এত দুঃখের কারণ ও তা নিবারণ করতে হবে তাঁকেই। সেই নির্বাণলাভের উদ্দেশে যেদিন ছদ্মবেশে লুম্বিনী নগরী ত্যাগ করেন,সেটিও ছিল বৈশাখী পূর্ণিমা। দুঃখের পরম সত্য জানার জন্য পরিভ্রমণ করতে গিয়ে গয়ার উরুবেলা নামক এক স্থানে নিবিষ্টচিত্তে সাধনা শুরু করেন। সেই সাধনাতেই মহানির্বাণ লাভ করেন তিনি। সেই দিনটিও ছিল বৈশাখ মাসের পূর্ণিমা তিথি।
আরও পড়ুন: প্রত্যেকের জীবনে পরিবারের গুরুত্ব কতটা ? জেনে নিন
বুদ্ধ পূর্ণিমার দিন পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সমবেত প্রার্থনার মতো অনুষ্ঠান হয় বৌদ্ধ বিহারগুলিতে। আচার অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানও পালিত হয়। গোটা দেশজুড়ে এদিন ছুটি থাকে। রেডিও, টেলিভিশনে অহিংসার বাণী প্রচার করা হয়। বিভিন্ন গ্রামে ও বৌদ্ধবিহারে এখনও মেলা চলে এই বিশেষ তিথিতে।