ইতিহাস মানেই বিস্ময় ও কৌতূহল! কত ঘটনা ও দুর্ঘটনা মিলেমিশে যে তৈরি হয় মানবসভ্যতার স্বতন্ত্র ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, তার ইয়ত্তা নেই! একেবারে স্বতন্ত্র বিশেষত্ব নিয়ে টিকে থাকে ইতিহাসের প্রতিটি দিনই। দিনটি হয়তো সাক্ষী থেকেছিল মানবসভ্যতাকে (On this day in history) একেবারে খোলনলচে বদলে দেওয়া কোনও আবিষ্কারের।
অথবা, হয়তো ওই দিনে জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করেছিলেন মানবসভ্যতার ইতিহাসকে নাড়া দেওয়ার মত কোনও ব্যক্তিত্ব। কিংবা, হয়তো কোনও ভয়াবহ ঘটনা বা দুর্ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব তথা এই দেশ। এমনই প্রতিটি দিনকে এবার থেকে আমরা দেখব ইতিহাসের চোখে।
ভারতের স্বাধীনতার ইতিহাসে ২২ অগাস্ট এক স্মরণীয় দিন। আজকের দিনেই ১৯২১ সালে স্বদেশী আন্দোলনের ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী। ব্রিটিশ সাম্রাজ্যবাদকে চাপে ফেলতেই বিদেশি বস্ত্র বর্জনের ডাক দিয়েছিলেন গান্ধীজি। পরিবর্তে স্বদেশি বস্ত্রের ব্যবহার শুরু করেছিলেন।
ভারতীয় বিচার ব্যবস্থায় ২২ অগাস্ট এক গুরুত্বপূর্ণ। ২০১৭ সালের আজকের দিনেই তিন তালাককে অসাংবিধানিক ঘোষণা করছিল ভারতীয় সুপ্রিম কোর্ট। এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলেই বর্ণনা করা হয়েছিল।
২০০৪ সালে ২২ অগাস্ট চিত্রকলায় কালোদিন। এই দিনের নরওয়ের বিখাত্য চিত্রকর এডওয়ার্ড মঞ্চের বিখ্যাত শিল্প দ্য স্ক্রিমের চুরির ঘটনা ঘটেছিল। দিনে-দুপুরে এসে এই ছবি চুরি করেছিল মুখোশধারী দুষ্কৃতীরা।