প্রায় সমস্ত পর্বতারোহীরই ইচ্ছে থাকে এভারেস্ট ছুঁয়ে দেখার। আগে এভারেস্ট জয় কেবল একটা স্বপ্ন মনে হলও, এখন দেশ বিদেশের বহু পর্বতারোহীরই এভারেস্ট ছুঁয়ে ফেলেছেন। আর এতেই নষ্ট হচ্ছে পাহাড়ের পরিবেশ।
তাই এভারেস্ট এবং লোৎসে পর্বত অভিযানে গেলে এ বার থেকে বর্জ্য সংগ্রহের ব্যাগ কিনে, তা নিজেই বইতে হবে। এমনটাই জানিয়েছে স্থানীয় পাসাং লামু গ্রামীণ পুরসভা। কারণ দিনে দিনে পর্বতারোহীদের ভিড় বাড়ছে, সঙ্গে তাঁদের আবর্জনাও বাড়ছে। যা পাহাড়ের পরিবেশ নষ্ট করছে।
Sabyasachi Chakraborty-Feluda: ফেলুদার বয়স বাড়ছে! বিষণ্ণ সব্যসাচীর অনুরাগীরা
তাই-ই নিয়ম করা হয়েছে, অভিযানে যাওয়ার আগে বেসক্যাম্প থেকেই সেই ব্যাগ নিয়ে উঠতে হবে। যাত্রা পথের সব আবর্জনা তাতে জমা রাখার পর, ফেরার সময় সেই ব্যাগ নির্দিষ্ট জায়গায় ফেলে দিতে হবে।